Wednesday, 8 May 2019

ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা --- দারোগাবাবু এবং হাবু

দারোগাবাবু এবং হাবু
ভবানীপ্রসাদ মজুমদার

থানায় গিয়ে সেদিন ভোরে

বললে কেঁদেই হাবু ,
নালিশ আমার মন দিয়ে খুব
শুনুন বড়োবাবু ।

চার চারজন ভাই আমরা

একটা ঘরেই থাকি ,
দুঃখে আমি সারা দিন-রাত
ভগবানকেই ডাকি ।

বড়দা ঘরেই সাতটা বেড়াল

পোষেন ছোটো-বড়ো ,
মেজদা পোষেন আটটা কুকুর
যতই বারণ করো ।

সেজদা পাগল , দশটা ছাগল

রাখেন ঘরেই বেঁধে ,
গন্ধে তাদের প্রাণ যায় যায়
মরছি কেঁদে কেঁদে ।

দারোগাবাবু বললে , হাবু

তোমরা কি সব ভুলো
সদাই খুলে রাখবে ঘরের
জানলা দরজাগুলো ।

শুনেই হাবু বেজায় কাবু

বললে করুণ সুরে ,
দেড়শো পোষা পায়রা আমার
যাবেই যে সব উড়ে ।

1 comment: