Friday, 14 June 2019

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ----- আমি চঞ্চল হে

আমি চঞ্চল হে
রবীন্দ্রনাথ ঠাকুর

আমি চঞ্চল হে ,
আমি সুদূরের পিয়াসি ।
দিন চলে যায় , আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে -------
ওগো , প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসি !
আমি সুদূরের পিয়াসি ।
সুদূর , বিপুল সুদূর , তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি -----
মোর ডানা নাই , আছি এক ঠাই , সে কথা যে যাই পাসরি ।।

আমি উন্মনা হে , 
হে সুদূর , আমি উদাসী ।
রৌদ্রমাখানো অলস বেলায়
তরুমর্মরে , ছায়ার খেলায় ,
কী মুরতি তব নীলাকাশশায়ী নয়নে উঠে গো আভাসি ।
হে সুদূর , আমি উদাসী ।
সুদূর , বিপুল সুদূর , তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি -----
কক্ষে আমার রুদ্ধ দুয়ার , সে কথা যে যাই পাসরি ।।

No comments:

Post a Comment