একুশে আইন
শিবঠাকুরের আপন দেশে ,
আইন কানুন সর্বনেশে !
কেউ যদি যায় পিছলে পড়ে ,
প্যায়দা এসে পাকরে ধরে ,
কাজির কাছে হয় বিচার --
একুশ টাকা দন্ড তার ।।
সেথায় সন্ধ্যে ছ'টার আগে ,
হাঁচতে হলে টিকিট লাগে --
হাঁচলে পড়ে বিন্ টিকিটে --
দমদমাদম লাগায় পীঠে ,
কোটাল এসে নস্যি ঝাড়ে --
একুশ দফা হাঁচিয়ে মারে ।।
কারুর যদি দাঁতটি নড়ে ,
চারটি টাকা মাশুল ধরে ,
কারুর যদি গোঁফ গজায় ,
একশো টাকা ট্যাক্স চায় ---
খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় ,
সেলাম ঠোকায় একুশ বার ।।
চলতে গিয়ে কেউ যদি চায় ,
এদিক ওদিক ডাইনে বাঁয় ,
রাজার কাছে খবর ছোটে ,
পল্টনেরা লাফিয়ে ওঠে ,
দুপুর রোদে ঘামিয়ে তায়
একুশ হাতা জল গেলায় ।।
যে সব লোকে পদ্য লেখে ,
তাদের ধরে খাঁচায় রেখে ,
কানের কাছে নানান সুরে ,
নামতা শোনায় একশো উড়ে ,
সামনে রেখে মুদির খাতা ---
হিসেব কষায় একুশ পাতা ।।
হঠাৎ সেথায় রাত দুপুরে ,
নাক ডাকালে ঘুমের ঘোরে ,
অমনি তেড়ে মাথায় ঘষে ,
গোবর গুলে বেতের কষে ,
একুশটি পাক ঘুরিয়ে তাকে
একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে ।।
No comments:
Post a Comment