ছেড়ে দে মা কেঁদে বাঁচি
দাদা নেই , দিদি নেই , ভাই নেই , বোন নেই
শুধু লেখাপড়া ছাড়া কোনো দিকে মন নেই
পিসি নেই , মাসি নেই , কাকা নেই , কাকী নেই
হাতে নিয়ে চানাচুর কিংবা পাটালি গুড়
জানালায় উঁকি মেরে কারো ডাকাডাকি নেই
মামা নেই , মামী নেই , জ্যাঠা নেই , জ্যেঠী নেই
ঝিমলি পটলা ভুতো খুড়তুতো জ্যাঠতুতো ভাইবোন মিলেমিশে ছুটির দুপুরে বসে
রঙচটা তাস নিয়ে গাধা পিটোপিটি নেই
আড়ি দিয়ে ভাব করে ফের খিটিমিটি নেই
সকালে সবাই গিয়ে পুকুরে ঝাপানো নেই
দল বেঁধে মাঠে নেমে বিকেলে দাপানো নেই
দিঘি নেই বন নেই মাঠ কি উঠোন নেই
উঠোনে মায়ের হাতে লাগানো দোপাটি নেই
সারি সারি বাড়ি শুধু জল নেই মাটি নেই
ব্যাপারটা যত দেখি তত ভাবি ফিরে ফিরে
সবই যদি নেই নেই তাহলে রইল কিরে
আছে শুধু লেখাপড়া টেবিল চেয়ারে বসে
বইয়ের পাহাড় ভাঙা নেহাতই কপাল দোষে
দিনরাত লেখাপড়া তার থেকে ছুটি নেই
আছে খাতা পেন্সিল আর কিছ্ছুটি নেই
এর নাম বেঁচে থাকা একি জীবন নাকি
এতো এক যাঁতাকলে ঢুকে যাওয়া পাকাপাকি
এ কোন বাঁচার ধারা এ তো স্রেফ বেঁধে মারা
লোহার গারদে ঘেরা এ আমি কোথায় আছি
ঢের হল এই বার ছেড়ে দে মা কেঁদে বাঁচি ।
No comments:
Post a Comment