Saturday 6 July 2024

বৃষ্টি এলো ঝেঁপে -- নিকাশ মালিক

 বৃষ্টি এলো ঝেঁপে 
  নিকাশ মালিক 
   ০৫/০৭/২০২৪

সূর্য ঢেকে আঁধার আসে 
বাদল হয়েছে শুরু,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে 
মেঘ করে গুরু গুরু।

সারাটা দিন মেঘলা আকাশ 
বৃষ্টি স্রোতে স্রোতে,
এমন দিনে মন ছুঁটে যায় 
একটুখানি ভিজতে।

গাছের পাতা হাওয়ায় নাচে
খুশির জোয়ারে,
হাঁসগুলো চেঁচামেচি 
 করে পুকুরে।

সাদা সাদা বক গুলো 
আকাশেতে উড়ে,
 মাছরাঙা মাছের নেশায় 
পুকুর ধারে ঘুরে।

চাঁদের দেখা পাবে না আজ
কালো মেঘের জন্য,
পেয়েছে প্রাণ এই বৃষ্টিতে 
শুকিয়ে যাওয়া অরণ্য ।

No comments:

Post a Comment