Saturday 6 July 2024

গোপনে -- দেবাশীষ চ্যাটার্জী

 গোপনে 
 দেবাশীষ চ্যাটার্জী 
03/07/2024 
-------------------------------------
ভালো আছি বলি প্রশ্নের কাছে  
উত্তরেরা তাই খুশি 
ভালো থাকাটা অভিনয় শুধু  
জমা ক্ষোভ  রাশি রাশি |

বুকে জমা যত অভিমান সবই 
গোপনে গুমরে কাঁদে 
মনের দুয়ার হাট করে খুলে 
সে কথা বলি আর কাকে  ?

সব-ই সবার ভাগ্যে থাকেনা 
কিছুটা রহস্যে ঘেরা 
পাওয়া না পাওয়ার দোলায় দুলেছে
জীবন আজ দিশেহারা  |

পথ হারিয়ে বেপথে চলেছে 
পথিক আজ  শত শত
সবার মুখেতে মুখোশের হাসি
বুকে জমা শুধু ক্ষত |

হাসি মুখে আজ বিষের বাঁশরী  
হলাহলে ভরা মনের দ্বার 
হৃদয়পুরে বসবাস করে   
হিংসুটে এক অহংকার |

বৃষ্টি এলো ঝেঁপে -- নিকাশ মালিক

 বৃষ্টি এলো ঝেঁপে 
  নিকাশ মালিক 
   ০৫/০৭/২০২৪

সূর্য ঢেকে আঁধার আসে 
বাদল হয়েছে শুরু,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে 
মেঘ করে গুরু গুরু।

সারাটা দিন মেঘলা আকাশ 
বৃষ্টি স্রোতে স্রোতে,
এমন দিনে মন ছুঁটে যায় 
একটুখানি ভিজতে।

গাছের পাতা হাওয়ায় নাচে
খুশির জোয়ারে,
হাঁসগুলো চেঁচামেচি 
 করে পুকুরে।

সাদা সাদা বক গুলো 
আকাশেতে উড়ে,
 মাছরাঙা মাছের নেশায় 
পুকুর ধারে ঘুরে।

চাঁদের দেখা পাবে না আজ
কালো মেঘের জন্য,
পেয়েছে প্রাণ এই বৃষ্টিতে 
শুকিয়ে যাওয়া অরণ্য ।

স্বভাব দোষ -- দিলীপ ঘোষ

স্বভাব দোষ
দিলীপ ঘোষ
০৩/০৭/২৪
নিজেকে কষ্টি পাথরে ফেলে দেখতে না শিখলে
আয়নায় নিজের মুখ বারবার না দেখলে
নিজেকে ভুল ত্রুটির উর্দ্ধে রেখে এঁড়ে তর্ক করবে
উচিত কথার নামে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে
অতিমানব মনে করে কার্যত্ব নিজের দোষ ঢাকবে

গরু মরলে উপরওলা, ফুল গাছ পুতলে আমি
এমন আমিত্বের রোগ ধরা পড়ে
                ‌                কিছু মানুষের চাল চলনে
কম্পাসে ফেলে ভুল ধরতে পারে না তারা
আনাড়ির মত অপরের সমালোচনা করে

নীতির রেলে গাড়ি চালিয়ে দেখার অভ্যাস হারালে
পছন্দ অপছন্দের চোখে ঠিক ভুল দেখবে
যাকে না দেখতে পারো তাকে মুরগি করে
মনগড়া ছুরিতে কেটে সুপ্ত জ্বালা মেটাবে

আমার কোন ভুল নেই, ত্রুটি নেই
যাবতীয় অধঃপতন,-  এর ওর জন্য
যারা মনে করে প্রচার করে
তারা কখনোই নিজেকে করতে পারে না সংশোধন।